বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ২৮৭

এই পথের শেষ কোথায়
পথের শুরু কোথায়?
কতজন, কতমন
মনের শুরু কোথায়? ॥

নিত্যনূতন নূতন দিগন্তের
অন্তহীন সন্ধানে,
ক্লান্ত এখন তবু সারাক্ষণ
কী মায়া যাদুর টানে?
রাত্রি-দিন এই চলা,
চলার শুরু কোথায়? ॥

এই তো সেদিন সজন-বিহীন এক
রিক্ত গানের পাখি,
অন্তরালের শাখায় একাকী
যেত সে ডাকি ডাকি।
আজ সে গান, কলতান
তানের শুরু কোথায়? ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ২৬৯-২৭০