বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ২৫২

এই রোকো, পৃথিবীর গাড়িটা থামাও !
আমি নেমে যাব।
আমার টিকিট কাটা অনেক দূরের
এ গাড়ি যাবে না,
আমি অন্য গাড়ি নেব ॥

আমার স্বপ্ন ভরা “লাগেজ” নামাও
এই কুলি মহাকাল, কাঁধে তুলে নাও।
নিজেরই বৃত্তে ঘুরে মরে না যে গ্রহ
সেই গ্রহ গাড়িটাতে, তুলে দিয়ে যাও ॥

ভাড়াটা বড্ড বেশি
এক হাজার মায়া
আর দুশো ভালোবাসা,
খুচরো খরচ কিছু আশা প্রত্যাশা,
তা ছাড়া জলাঞ্জলি দিতে হল ভাষা !
তা হোক, তবু আমি নেমে যাব।
পৃথিবীর গাড়িটা থামাও !


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ২৪২