এই রোকো, পৃথিবীর গাড়িটা থামাও !
আমি নেমে যাব।
আমার টিকিট কাটা অনেক দূরের
এ গাড়ি যাবে না,
আমি অন্য গাড়ি নেব ॥আমার স্বপ্ন ভরা “লাগেজ” নামাও
এই কুলি মহাকাল, কাঁধে তুলে নাও।
নিজেরই বৃত্তে ঘুরে মরে না যে গ্রহ
সেই গ্রহ গাড়িটাতে, তুলে দিয়ে যাও ॥ভাড়াটা বড্ড বেশি
এক হাজার মায়া
আর দুশো ভালোবাসা,
খুচরো খরচ কিছু আশা প্রত্যাশা,
তা ছাড়া জলাঞ্জলি দিতে হল ভাষা !
তা হোক, তবু আমি নেমে যাব।
পৃথিবীর গাড়িটা থামাও !