বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৪১১
ছোটদের গান

এই সারাটা দেশ জুড়ে আমার ঘরবাড়ি
আমি কখনো বাঙালি আমি কখনো ওড়িয়া
পাঞ্জাবি গুজরাতি মারাঠি ও অহমিয়া
আমি তামিল, তেলেগু কান্নাড়া মালয়ালম বলি
হিন্দু মুসলমান খ্রিস্টান ধর্মী রকমারি ॥

কোল ভীল মুণ্ডা সাঁওতাল আমি আদিবাসী
একই ব্যথায় কাঁদি একই আনন্দেতে হাসি
আমি নাগা খাসী কুকী আমিই মণিপুরি
নানান সুরে গান গাই আর নানান পোশাক পরি
ঘরে ঘরে মা ভাইবোন আত্মীয় স্বজন
কাশ্মীর থেকে যদি যাও কন্যাকুমারী ॥

চাষবাস মাঠেতে করি আমি কলে খাটি
খনি থেকে কয়লা তুলি আমি মাটি কাটি
নগর শহর আমিই গড়ি আমি তো বিজ্ঞানী
যা কিছু সম্পদ এই দেশের তাতেই আমি ধনী
হিমালয়ের শীর্ষ থেকে ভারত মহাসাগর
পুণ্যভূমি জন্মভূমি সে যে গো আমারই ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ৩৮২