বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ১০৯

এইবার স্বপ্নের বন্ধন খুললাম
আর নেই দুর দুর বক্ষের স্পন্দন
আশা নিরাশার ক্রন্দন (আহা)
আর নেই সন্ধ্যায় বাতায়নে চেয়ে নিঃশ্বাস,
তারা ভেঙে দেবে বিশ্বাস
তাই ভেবে সন্দ দ্বন্দ্বকে ভুললাম (আহা)
আর মিছে মোরে পিছু ডেকো না গো ॥

মুক্তির ঝরনার মতো কুলুকুলু সুরে সুরে আমি এই গান গাই,
চাওয়া আর পাওয়া তার হিসাব তো কিছু নাই।
দুস্তর সিন্ধুর পথ হোক বন্ধুর
কূলে কূলে দুলে দুলে চললাম ॥

দুঃখের বর্ষায় আমি মেঘে মেঘে
বিজুলির মতো তাই চমকাই,
কিছু নাই তাই মোর হারাবার কিছু নাই।
দুর্বার ঝঞ্ঝায় অন্তর প্রস্তুত
যত কাঁটা পায়ে পায়ে দললাম ॥