বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৪০৭
ছোটদের গান

এক যে ছিল মাছি
তার নামটি ছিল পাঁচি,
উড়তে উড়তে পাঁচি
গিয়ে পড়ল সাঁচি।
আর একটা মৌমাছি
তার বাড়িও সাঁচি,
পাঁচিকে দেখে বলল---
পাঁচি, আয় দু'জনে নাচি।

পাঁচির হাতে ছিল একটা ছোট্ট মতন কাঁচি।
সে বলল তার চেয়ে বরং,
গোঁফ দু'টো তোর চাঁচি ! (আয়)।
যেই না গেল গোঁফ চাঁচতে
সেই বড় মৌমাছি,
দিল একটা হাঁচি !

উড়তে উড়তে উড়তে উড়তে
উড়তে উড়তে তখন পাঁচি
গিয়ে পড়ল রাঁচী !
আর রাঁচীতে গিয়ে বলল পাঁচি
মরণ হলেই বাঁচি !


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ৩৭৯