বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৪২৬
ছোটদের গান

এক যে ছিল রাজা হবুচন্দ্র তাঁহার নাম,
ভারতের অধীশ্বর দিল্লিতে তাঁর ধাম !
প্রধানমন্ত্রী তাঁর গবুচন্দ্র শুভনাম,
বুদ্ধিতে ভীষণ ধার, দেশ জোড়া তাঁর নাম।

একদিন ডেকে বললেন রাজা "মন্ত্রীমশাই শুনুন---
এই দেশটা ভীষণ ধুলোয় ভরা একটা কিছু করুন !
চলতে ধুলো ফিরতে ধুলো হাতে পায়ে ধুলো,
খাবারও ধুলোয় ভরা আর মগজেতেও ধুলো।
তাড়াতাড়ি কিছু করুন !"
মন্ত্রীমশাই বললেন "একটু সবুর করুন !"

পরের দিন লাখ খানেক ঝাড়ুদারের ঝাড়ুর ঘায়ে
উঠল যে ধুলোর ঝড় প্রাণ রাখা যে দায় !
রাজামশাই তখন "ক্যাবিনেট মিটিং" ডেকে
বললেন "আপনারা বার করুন উপায় !"

মন্ত্রণা মন্ত্রীরা দিলেন "জল ঢালো, জল ঢালো"
তার ফলে কাদায় আর পাঁকে দেশটা ভরে গেল !
নদী নালা সব শুকাল পুকুরে মাছ ম'লো
আর জোলো হাওয়ায় কাদায় রাজার
ভীষণ সর্দি হল।
"ওরে বাবা কোথায় যাইরে ! ওরে বাবা মারা যাইরে !
এক ফোঁটা ঘটে বুদ্ধি মন্ত্রীদের কি নাইরে !"
পণ্ডিত প্রবর তখন বললেন "শোনো দিয়া মন
সারাটা দেশ বরং চামড়ায় মুড়ে দাও।"
বললেন রাজামশাই আইডিয়াটা মন্দ নয়
যত মুচি চামার সব্বাইকে খবর দাও।”

"পার্লামেন্ট" এ যেইনা এই প্রস্তাবটা রাখা হল,
এম পি রা সব প্রতিবাদে হৈ হৈ করে বলল---
"গৌমাতাকে রক্ষা করার দায়িত্ব যে রাজার,
কিনা তারই চামড়ায় ঢাকবে জমি
হায় কী যে অনাচার !
হরে হরে বোম বোম বোম বোম !"
রাজামশাই বললেন "আমি উইথড্র করলুম" !

এক মুচি দরিদ্র বলল "শুনুন হে ভদ্র
সবিনয় নিবেদন শুনুন আমার
পৃথিবী না ঢেকে পা টা চামড়ায় দিন ঢেকে"
শুনে রাজা বললেন “চুপকর্‌ ব্যাটা চামার !”

বললেন রাজা “এই কথাটা অনেক বছর ধরে
আমার মাথায় ছিল বেটা টের পেল কী করে?”

সেই থেকে দেশেতে জুতোর প্রচলন হল
ধন্য ধন্য মহারাজার দেশে পড়ে গেল !
ধন্য হে ধন্য রাজা, ধন্য হে মহারাজা
সবাই ধন্য ধন্য বলো, আর আমার কথা ফুরাল !


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ৩৯৬-৩৯৭