বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৩৭৬
চলচ্চিত্রের গান

একমণে আর একমণ দিলে ওজন দুইমণ হয়
(আবার) মনে-মনে মিল হলে তা একই মন হয়,
বলো কেমন মজা ভাই !

(ওরে) সোনালি রং সোনা, চাঁদির রং তো সাদা হয়
(আবার) চোর বাজারির হাতে সোনা-চাঁদি কালো হয়,
বলো কেমন মজা ভাই !

দুইশো দুয়ে এক জুড়িলে দুইশো তিন হয়
আবার এক সোয়ামীর দু-বৌ হলে দুই সতীনই হয়,
বলো কেমন মজা ভাই !

(ওরে) চাঁদ বদনের দুই পাশেতে মিষ্টি দু-গাল হয়
(কিন্ত) পাওনাদারের মুখের দু-গাল গালিগালাজ হয়,
বলো কেমন মজা ভাই?

(ওরে) বদ্ধকালার দু-কান শুধু মুখের শোভা হয়
(আবার) কানে শুনেও অনেক লোকে দু-কান কাটা হয়,
বলো কেমন মজা ভাই !

(ওরে) টিকলে ! নাক উঁচু এবং চ্যাপটা খ্যাঁদা নাক
আবার খেঁদি নাকেও অনেক মেয়ে “উঁচু নাকই” হয়,
বলো কেমন মজা ভাই !

(ওরে) যে বাঁশেতে বাঁশি এবং লাঠি-সোটা হয়
সেই বাঁশ কেউ দিতে এলে অন্য মানে হয়,
বলো কেমন মজা ভাই !


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ৩৫০-৩৫১