চলচ্চিত্রের গান
একা-একা শূন্যে,
তাকিয়ে বসে বসে,
হারানো পুরানো কত,
কথা যে মনেতে আসে ॥স্বপ্ন কত না ছিল
কত গানে গানে ভরা
ঝরা পাতা হয়ে তারা
ধূলিতে মিলায়ে গেল !
কী করি বলো?কত নদী পার হয়ে
অকূলে ভাসিয়ে তরী,
নামা তো হলনা পারে
এই মনোদুখে মরি।
কী করি বলো?সঙ্গী কত না ছিল
একে একে ফিরে গেল,
ঘর ভাঙাগড়া খেলা
সাঙ্গ এবারে হল।
কী করি বলো?