বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৪০৯
ছোটদের গান

একানড়ে কানে কড়ে, তেঁতুল পাড়ে ছোড়ে ছোড়ে,
এক হাতে তার নুনের ভাঁড়, আর এক হাতে ছুরি,
কান কেটে, নুন ঘষে, বেড়ায় বাড়ি বাড়ি !

কানপুরেতে একানড়ের মস্ত বড় মোকান,
হরেক রকম কানের সেথা “কানোহারি” দোকান !
কান পাতলা সেখানে যায় কিনতে মোটা কান
আর কানে খাটো কিনে আনে লম্বা দেখে কান !
কানাঘুষো যা কিছু হয়, যত কানাকানি,
সব কিছু সেই একানড়ে করেছে আমদানি ॥

তখনও দেশ হয়নি স্বাধীন মন্ত্রী ছিলেন "ডানকান"
একবার কানপুরে এলেন কিনতে তার বাঁ কান !
একানড়ে বললে দেখুন সময় দিতে হবে---
মন্ত্রীর কান, আনতে গেলে দিল্লি যেতে হবে !
এই না বলে একানড়ে দিল্লি দিল হাঁটা,
আর ছ'দিন পরে ফিরে এল চক্ষু ভাঁটা ভাঁটা,
বলল কেঁদে নিন ফিরিয়ে আপনার টাকাটা---
দিল্লি গিয়ে দেখি, ওদের সবার দু'কান কাটা !


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ৩৮০-৩৮১