একবার দুইবার
তিনবার কইলাম
চাইরবারের বার
গাড়ি ডাকাইলাম
আড়ি আড়ি আড়ি
আমি বাপের বাড়ি চইললাম ॥দিনের পরে দিন, আমার কাটে না যে দিন
তুমি শহরে পাঁচ পাঁচ দিন থাকো, গাঁয়েতে দুই দিন
তোমার চাকুরি হইল মোর সতিন
আমি অধীন গাঁয়ে রইলাম ॥পদ্মানদীর চর মোর ছিল বাপের ঘর
(আমি) বাস্তুভিটা সব হারাইয়া পাইলাম তোমায় বর
এখন বাপের বাড়ি নাই যে আমার
কথার কথা তাইতো কইলাম ॥