বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ১১৬

একবার দুইবার
তিনবার কইলাম
চাইরবারের বার
গাড়ি ডাকাইলাম
আড়ি আড়ি আড়ি
আমি বাপের বাড়ি চইললাম ॥

দিনের পরে দিন, আমার কাটে না যে দিন
তুমি শহরে পাঁচ পাঁচ দিন থাকো, গাঁয়েতে দুই দিন
তোমার চাকুরি হইল মোর সতিন
আমি অধীন গাঁয়ে রইলাম ॥

পদ্মানদীর চর মোর ছিল বাপের ঘর
(আমি) বাস্তুভিটা সব হারাইয়া পাইলাম তোমায় বর
এখন বাপের বাড়ি নাই যে আমার
কথার কথা তাইতো কইলাম ॥