একদিন সন্ধ্যায় ঝিরঝির বর্ষায়
মেঘ কালো কালো,
দুরন্ত ঝঞ্ঝায় বিদ্যুৎ চমকায়
কী আলো আলো।
অজানা পথিক সে যে, এল দ্বারে ভিজে ভিজে,
তারে দেখে কী যে লাগল ভালো ॥কি জানি কেন যে হল মনে, তারই পথ চেয়ে চেয়ে
দিবস রজনী গেছে, তারই গান গেয়ে গেয়ে ॥
অজানা পথিক... ॥কতদিন হল আর দেখিনি, নিশি শেষে গেল চলে,
স্মরণ সুরভিখানি, যেতে যেতে গেল ফেলে ॥
অজানা পথিক... ॥