চলচ্চিত্রের গান
এ কী এ নিয়তির নিঠুর খেলা?
কেন যুগে যুগে বলো অসহায়া নারী,
সীতা সতী সহে অবহেলা অপমান?
প্রেমেরই প্রতিদান পায় শুধু জ্বালা ॥কিছু তো চাহিনি আমি
একটু সুখেরই বাসা,
দু'জনে দু'জনা ঘিরে
এঁকে দিতে ভালোবাসা।জানি না কী অপরাধে
দুনিয়ায় বাধ সাধে?
এ কথা যে কোনোদিন যাবে না বলা ॥তুমি তবে সুখে থাকো
বিদায় নিলাম আমি,
ভরে যাক ফুলে ফলে
তোমার দিবস যামি।
রাত্রি নেমে এল
সবই তো আঁধার হল,
তোমার জীবনে হোক চাঁদিনী উজালা ॥