বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৪১৮
ছোটদের গান

এক্কা দোক্কা তেক্কা চিড়িতন রং টেক্কা
চৌকো পাঞ্জা ছক্কা খেয়ে নাও কুমড়ো ছক্কা ॥

চলো লন্ডনে শীতে কনকনে
থরহরি কম্প জেলে নেরে লম্প
হরতন রুইতন হরিধন হারাধন
মারো জোরে ঝম্প প্রাণধন পাবে অক্কা ॥

এক্কা দোক্কা তেক্কা ব্যাকরণ করো ব্যাখ্যা
চৌকো পাঞ্জা ছক্কা চলো যাই কাশী মক্কা ॥

খেঁকিরাম কুত্তা চাটে বসে জুত্তা
মেকিরাম নন্দী সাঁটে অভিসন্ধি
খেঁকিরাম মেকিরাম কেনারাম বেচারাম
আঁটে নানা ফন্দি নেকিরাম টানে হুক্কা ॥

এক্কা দোক্কা তেক্কা কেরোসিন ঘরে ফক্কা
চৌকো পাঞ্জা ছক্কা ধনীরাম সাজে লক্কা ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ৩৮৯