ছোটদের গান
এক্কা দোক্কা তেক্কা চিড়িতন রং টেক্কা
চৌকো পাঞ্জা ছক্কা খেয়ে নাও কুমড়ো ছক্কা ॥চলো লন্ডনে শীতে কনকনে
থরহরি কম্প জেলে নেরে লম্প
হরতন রুইতন হরিধন হারাধন
মারো জোরে ঝম্প প্রাণধন পাবে অক্কা ॥এক্কা দোক্কা তেক্কা ব্যাকরণ করো ব্যাখ্যা
চৌকো পাঞ্জা ছক্কা চলো যাই কাশী মক্কা ॥খেঁকিরাম কুত্তা চাটে বসে জুত্তা
মেকিরাম নন্দী সাঁটে অভিসন্ধি
খেঁকিরাম মেকিরাম কেনারাম বেচারাম
আঁটে নানা ফন্দি নেকিরাম টানে হুক্কা ॥এক্কা দোক্কা তেক্কা কেরোসিন ঘরে ফক্কা
চৌকো পাঞ্জা ছক্কা ধনীরাম সাজে লক্কা ॥