বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ১০১

একটা কথা মনে জেনো পরিস্কার
যতই পাও না কেন ফুলভার, মণিহার,
সাধারণ মানুষের মনে ঠাঁই পাওয়া,
তার ভালোবাসা পাওয়া,
তার চেয়ে বড় কোনো নেই তো পুরস্কার,
নেই তো পুরস্কার ॥

হয়তো বাতানুকূল সভাগৃহে অনুকূল, হবে না ভাষণ
দূরদর্শনে বেতারেতে কথা তার হবে না প্রকাশন।
পাবে না ভূষণ, পদ্মভূষণ
শুধু জনতার মনে রইবে আসন,
মাঠে ঘাটে শ্রোতা হাজার হাজার,
তার চেয়ে বড় কোনো নেই তো পুরস্কার
নেই তো পুরস্কার ॥

মানুষের স্বপ্নের আশা নিরাশার যদি সাথি হতে পারো,
মুক্তির সংগ্রামে কাঁধে কাঁধ দিয়ে যদি লড়ে যেতে পারো
হোক অবিচার কুৎসা প্রচার,
ইতিহাস একদিন করবে বিচার
মরণ জয়ের এই তো হাতিয়ার!
এর চেয়ে বড় কোনো নেই তো পুরস্কার
নেই তো পুরস্কার ॥