বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৩৭৫
চলচ্চিত্রের গান

একটি স্বপ্ন---
একটি স্বপ্ন তার কাছে চিরদিন
চিরদিন রয়ে যাব ঋণী
ঘুমন্ত বা জাগরূক---সে যে আমার
সে আমার শান্ত নির্ঝরিণী
তার কাছে চিরদিন রয়ে যাব ঋণী।
একটি স্বপ্নের কাছে
চিরদিন রয়ে যাব ঋণী ॥

থির থির থির-থির, জলের মত কাঁপে দুঃখ
ছায়ার গহনে থাকে লুপ্ত সুখ সব সুপ্ত
কখনো সুখের কাছে পেয়েছি
বোধের ক্ষণিক কৌতুক,
সে যে আমার ভুলে যাওয়া দিগন্ত সঞ্চারিণী
তার কাছে চিরদিন রয়ে যাব ‌ঋণী।
একটি স্বপ্নের কাছে
চিরদিন রয়ে যাব ঋণী ॥

আর নয় আর নয়, ভেবে-ভেবে দিন রাত যায়
ফিরে পাওয়া হারানোর আলোছায়া খেলে যায়,
তারি মন হোক নির্লিপ্ত
তবু পাই বেওয়ারিশ যৌতুক,
সে যে থাকে মোর জীবন হেমন্তে পল্লবিণী ॥

তার কাছে চিরদিন রয়ে যাব ঋণী।
একটি স্বপ্নের কাছে
চিরদিন রয়ে যাব ঋণী ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ৩৪৯-৩৫০