একটু চুপ করে শোনো
তাহলেই শুনতে পাবে!
কোলাহল ছাপিয়ে, কান্নার রোল ভেসে আসে
অসহায় মানুষের---শিশু আর নারীদের
আর্ত আর্তনাদে ভরে গেছে
এই সুন্দর পৃথিবীতে
পাখিদের গান আর কুলুকুলু
নদীর স্রোতে হাহাকার---
মিশে গেছে, মিশে গেছে, মিশে গেছে।আর শুনবে বিস্ফোরণ
মহা মারণাস্ত্রের ঝনাৎঝন
পৃথিবীর নানা দেশ থেকে ভেসে
আসে, অসহায় মানুষের ত্রন্দন।
যুদ্ধের খল ষড়যন্ত্রে হানাদারি শকুনের চিৎকার
শুনতে পাবে যদি তুমি শোনো,
অন্তরালে বসে শোনো ॥একটু চোখ খুলে দেখো
তাহলেই দেখতে পাবে!
কতনা অন্যায়, স্বার্থের হানাহানি
মানুষে মানুষে কত বিভেদ,
জাতপাত কত নিষেধ
দেখবে বঞ্চনার রক্তে গড়া
কতনা প্রাসাদ কত সম্পদ
একদিকে বিলাসের কী ব্যভিচার
অন্যদিকে অনাহার---
দিকে দিকে, দিকে দিকে, দিকে দিকে।আরো দেখবে কত অবিচার, মানুষের ন্যূনতম অধিকার
কেড়ে নিয়ে শাসনের নামে শোষণ চলে
আজও পৃথিবীর দেশে দেশে।
কেউ অস্পৃশ্য কেউ সাদা কালো
বঞ্চনার ছল চলছে ভালো
দেখতে পাবে যদি তুমি দেখো---একটু চোখ খুলে দেখো! ॥একটু মন দিয়ে ভাবো
তাহলেই বুঝতে পাবে!
এ আকাশ এ বাতাস, অরণ্য নদনদী
ফুলে ফলে ভরা পৃথ্বী সবার জন্যে প্রকৃতি
লক্ষ লক্ষ শ্রমজীবী মানুষ
পৃথিবীর গড়ে যত সম্পদ
তবে কেন তাই কেড়ে মুষ্টিমেয়
দেশে দেশে মুনাফার, গড়ে পাহাড়?
একটু ভাবো, বুঝতে পাবে
একটু ভাবো, একটু ভাবো, একটু ভাবো! ॥