বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ২৭৮

এল-রে এল, এলোমেলো ঝোড়ো হাওয়া
সেই হাওয়ায় মিলে মিশে গেল চাওয়া পাওয়া,
সাজানো সুন্দর ভেঙে গেল সে ঘর
নিল সে কেড়ে স্বপ্ন, যা-যা বুকে ছিল ॥

কত ভ্রমরা যে এসেছিল গুনগুনিয়ে,
কত পাখিরা ফিরে গেল গান শুনিয়ে (আ হা)
ব্যথা কতনা যে বাজে বুকে ঝনঝনিয়ে,
তবু বাতাস শোনে না বয় শনশনিয়ে ॥ আ হা--- ॥

কত বরষণ ঝরে ছিল রিমঝিমিয়ে,
তার পরশনে যেত প্রাণ ঝিমঝিমিয়ে (আ হা)
বিনা হরষন বলো আজ থাকি কী নিয়ে?
তার দরশন নিয়ে গেছে মন ছিনিয়ে ॥ আ হা--- ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ২৬২