বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৫৫

এসো আজ এই শুভদিনে
অঙ্গীকার করি বন্ধু,
মহামিলনের মন্ত্রে গড়া সাধারণতন্ত্র
জাতি ধর্মের মহা সংহতি এ গণতন্ত্র,
এ ভারত-ভূমিকে কিছুতে ভাঙতে দেব না
ইতিহাস পালটাতে দেব না, দেব না, দেব না ॥

নির্মল আকাশে সহসা যে ঘনাল বৈশাখী ঝড়,
কোন্‌ ষড়যন্ত্রে কুটিলের মন্ত্রে ভাই হল পর,
তাকে চিনে নিতে হবে, গড়ে নিতে হবে ভাঙা ঘর।
নাগিনীরা চারিদিকে ফ্যালে নিঃশ্বাস,
ভাইয়ে ভাইয়ে বিশ্বাস কিছুতে ভাঙতে দেব না ॥

উত্থান পতনে কত না যে যতনে কোটি কোটি প্রাণ,
কাঁধে কাঁধে লড়েছি, ইতিহাস গড়েছি, হিন্দু মুসলমান।
নয়া সৃষ্টি, নয়া কৃষ্টি, জাতীয় সংহতি মহান।
ধর্মের নামে যদি আজ সর্বনাশা নেমে আসে,
কালনিশা সূর্য নেভাতে দেব না ॥