চলচ্চিত্রের গানহে ধিনাক ধিনাক ধিন
তাক ধিনাক তাধিন ধিন ধিনারে---
এসো মন্দ মন্দ মৃদু ছন্দে ছন্দে
বন হরিণীর মতো পায়ে
নাচো ময়ূরী যেন বরষায়।হে, হে, ধিনাক ধিনাক ধিন
জানি না রাত কী দিন, জানি না
কী যে গন্ধ-গন্ধ মোর রন্ধ্রে-রন্ধ্রে
নেশা মদিরার মতো ছায়,
আমি জানি না চলেছি কোথায় ॥হে, ঝরনা যেমন উপলে
কলতানে ছুটিয়া চলে,
ছলছলিয়া এসো
সুরের লহরী তুলে।আমি হয়ে নদী রব যে নিরবধি
তোমার'ই আসার ভরসায়,
ভবসাগর পারে মোহানায় ॥হে, আমি হব মেঘ শ্রাবণে
তুমি হোয়ো ধরণী আমার,
শত সজল ধারায়
মিলাব হৃদয়ে তোমার।তৃণ-তরুলতা, শোনাবে সেই কথা
যে কথা বলিনি কভু-তোমায়
শত যুগে-যুগে দুনিয়ায় ॥