বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৩৩৬
চলচ্চিত্রের গান

হে ধিনাক ধিনাক ধিন
তাক ধিনাক তাধিন ধিন ধিনারে---
এসো মন্দ মন্দ মৃদু ছন্দে ছন্দে
বন হরিণীর মতো পায়ে
নাচো ময়ূরী যেন বরষায়।

হে, হে, ধিনাক ধিনাক ধিন
জানি না রাত কী দিন, জানি না
কী যে গন্ধ-গন্ধ মোর রন্ধ্রে-রন্ধ্রে
নেশা মদিরার মতো ছায়,
আমি জানি না চলেছি কোথায় ॥

হে, ঝরনা যেমন উপলে
কলতানে ছুটিয়া চলে,
ছলছলিয়া এসো
সুরের লহরী তুলে।

আমি হয়ে নদী রব যে নিরবধি
তোমার'ই আসার ভরসায়,
ভবসাগর পারে মোহানায় ॥

হে, আমি হব মেঘ শ্রাবণে
তুমি হোয়ো ধরণী আমার,
শত সজল ধারায়
মিলাব হৃদয়ে তোমার।

তৃণ-তরুলতা, শোনাবে সেই কথা
যে কথা বলিনি কভু-তোমায়
শত যুগে-যুগে দুনিয়ায় ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ৩০৯-৩১০