বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ২৯৭

এসো বোসোনা,
পাশে বসে কোনো কল্পনা
যদি মনেতে আসে,
সুরে সুরে কিছু আল্পনা
এঁকে দিয়ে যাওনা,
শুনে শুনে যা এ মন আমার
হবে সোনা ॥

কেন এত ব্যথা
বৃথা এমন করে কাঁদায়?
কথা যত বাকি
কেন বলিনি কী যে দ্বিধায়?
তুমি এসে শুধু হেসে
বেদন করো বিদায় ॥

শোনো কিছু কথা
বলা হয়নি যা আজও তোমায়,
চেয়ে চোখে দেখ
কিছু বুঝতে কী পারো আমায়?
ভাষাহীনা যে বেদনা
স্মৃতির গহনে ঘুমায় ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ২৭৭-২৭৮