ফাগুনকে ডাকলাম, ফাগুন বলল "আসছি"
আমি বসন্তে বসন্তে, শুধু নয়ন জলে ভাসছি ॥নূপুর থাকে চরণের ছন্দেরই আশায়
মুকুর প্রতিবিম্বহীন কার ছবি ভাষায়?
সপ্ত তারে স্তব্ধ তবু সেতার খোজে কার ভাষায় ?
সেতার সে খোঁজে কার ভাষায়? ॥গোলাপ কে ডাকলাম, গোলাপ বলল "শুনছি"
আমি সুগন্ধ থেকে মুক্তির দিন অহরহ গুনছি ॥আগুন যদি নিজেরই উত্তাপে জ্বলে
সাগর ডুবে যায় যদি নিজের অতলে,
অন্তর মোর অন্তরঙ্গে বিলীন হল কার ছলে?
বিলীন সে হল কার ছলে? ॥মরণকে ডাকলাম, মরণ বলল “যাচ্ছি”
আমি নিজেরই মরণ যজ্ঞের শেষ চিতা কে সাজাচ্ছি ॥