বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ১০৫

ফাগুনকে ডাকলাম, ফাগুন বলল "আসছি"
আমি বসন্তে বসন্তে, শুধু নয়ন জলে ভাসছি ॥

নূপুর থাকে চরণের ছন্দেরই আশায়
মুকুর প্রতিবিম্বহীন কার ছবি ভাষায়?
সপ্ত তারে স্তব্ধ তবু সেতার খোজে কার ভাষায় ?
সেতার সে খোঁজে কার ভাষায়? ॥

গোলাপ কে ডাকলাম, গোলাপ বলল "শুনছি"
আমি সুগন্ধ থেকে মুক্তির দিন অহরহ গুনছি ॥

আগুন যদি নিজেরই উত্তাপে জ্বলে
সাগর ডুবে যায় যদি নিজের অতলে,
অন্তর মোর অন্তরঙ্গে বিলীন হল কার ছলে?
বিলীন সে হল কার ছলে? ॥

মরণকে ডাকলাম, মরণ বলল “যাচ্ছি”
আমি নিজেরই মরণ যজ্ঞের শেষ চিতা কে সাজাচ্ছি ॥