চলচ্চিত্রের গান
ফিরে আয় ফিরে আয়
ঘরে ফিরে আয়,
বাছা আমার সোনা আমার।কেঁদো না কেঁদো না যতই বেদনা
সয়েছ বয়েছ সে তো সাধনা।
এ শ্যামল শ্যামল মাটিতে নূতন
ভুবন গড়ে তোলো আবার ॥এ জেনো যে তোমারি মতো
যুগ যুগ ধরে কত না, কত না শত
মানুষ মুক্তি চেয়ে
দিয়ে গেছে প্রাণ, গান গেয়ে গেয়ে।দুনিয়ায় দুনিয়ায় শোষিত যত
তারা আপন হল তোমার ॥
কেঁদো না কেঁদো না... ॥ভুলো না তোমারি খুনের
বীজ বুনে বুনে গেছ, মাটিতে মাটিতে
ফসল তোলার দিনে আর যেন কেউ পারে না কাড়িতে।জীবন মরণ যাহার শরণ
বাংলা মায়ের "কসম” তোমার ॥
কেঁদো না কেঁদো না... ॥