বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৩৫২
চলচ্চিত্রের গান

ফিরে আয় ফিরে আয়
ঘরে ফিরে আয়,
বাছা আমার সোনা আমার।

কেঁদো না কেঁদো না যতই বেদনা
সয়েছ বয়েছ সে তো সাধনা।
এ শ্যামল শ্যামল মাটিতে নূতন
ভুবন গড়ে তোলো আবার ॥

এ জেনো যে তোমারি মতো
যুগ যুগ ধরে কত না, কত না শত
মানুষ মুক্তি চেয়ে
দিয়ে গেছে প্রাণ, গান গেয়ে গেয়ে।

দুনিয়ায় দুনিয়ায় শোষিত যত
তারা আপন হল তোমার ॥
কেঁদো না কেঁদো না... ॥

ভুলো না তোমারি খুনের
বীজ বুনে বুনে গেছ, মাটিতে মাটিতে
ফসল তোলার দিনে আর যেন কেউ পারে না কাড়িতে।

জীবন মরণ যাহার শরণ
বাংলা মায়ের "কসম” তোমার ॥
কেঁদো না কেঁদো না... ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ৩২২-৩২৩