বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৩০২

ঘুম আয়, ঘুম আয়
আয় ঘুম আয়রে,
চাঁদেরি চোখে স্বপন আয়রে।
কি চাহিনি, কী পাইনি
নিঝুম এই রাত ভোলে ভোলায়রে ॥

কিছু আশা কিছু স্বপন
মনে মনে করে বপন,
নবারুণের আলোর শিশু
করেছে যে তোরে রচন।
আমার আঁধার ঘরের প্রদীপ
জ্বলে যখন হাসে হাসায়রে ॥

সোনা আমার জাদু আমার
শূন্য যে রে সাধের খামার,
বাড়ালি হাত কিছু নিতে
পারিনি যে কিছুই দিতে।
মায়ের চোখের দু'ফোঁটা জল
নিয়ে ঘুমা, চুমায় চুমায়রে ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ২৮১-২৮২