গোধূলির ক্লান্ত ছায়া নামে যে ধীরে দিন এবার হবে আঁধার, যাব গো ফিরে ॥ এই নদীর ঢেউ খর ধার পার হলেই কি পেলেম জানি না কী না পেলেম? জানি ছিল তোমারই প্রেম জীবন ঘিরে ॥ সব কিছু ছিল আমার বুক ভরে সুখ দুখ হাসি কাঁদন বুক ভরে, আর মিছে যাব না গো পিছন ফিরে ॥
গোধূলির ক্লান্ত ছায়া নামে যে ধীরে দিন এবার হবে আঁধার, যাব গো ফিরে ॥
এই নদীর ঢেউ খর ধার পার হলেই কি পেলেম জানি না কী না পেলেম? জানি ছিল তোমারই প্রেম জীবন ঘিরে ॥
সব কিছু ছিল আমার বুক ভরে সুখ দুখ হাসি কাঁদন বুক ভরে, আর মিছে যাব না গো পিছন ফিরে ॥