গহন রাতি ঘনায়
জানি না যাব কোথায়,
নিভে গেছে বাতি, নাহি কোনো সাথি
তবু জানি আমার
বুকের পাঁজর জ্বেলে,
তোমায় খুঁজে পাব ॥ওগো আমার সাধের বীণার
সোনার তার,
ছিন্ন হয়ে তুমি গানে মিশেছ আমার !
সে গান ফুরাল, সে সুর হারাল
তবু জানি নীরব বীণার ব্যথার মাঝে,
তোমায় ফিরে পাব ॥আধো ফোটা কলি অলি
আসার আগে,
ঝোড়ো হাওয়া যে এল, লুটাল ধূলির মাঝে,
মহাকাল এসে, দলে গেল শেষে।
তবু জানি হাজার ফুলের ফোটার মাঝে
তোমায় আবার পাব ॥