গুন গুন ফাগুন শেষ হলে,
কুহু কুহু সারা হলে , আবার এসো অঞ্চলে ॥এই ভূষণ আর ভালো লাগে না,
গুঞ্জরনে মন রাঙে না,
ছিন্ন তার হলে সেতারে
ঝংকার আবার তুলো সুর ভুলে ॥নিজেরই মাঝারে আমি
ওগো অন্তর্যামী হারায়ে গেছি আমি।দূর দুর্গম পথ আমার,
যাত্রা শুরু কাল নেই থামার,
এই জোয়ার শেষে ভাঁটার টানে
ফিরবে তরী তোমার কূলে ॥