বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ২০২

গুন গুন মন ভ্রমরা, কোথা যাস কিসেরই ত্বরা
কেন আর মিছে এ ফুল সে ফুল করা?
আকাশে রঙ ধরেছে, নদী দুই কূলে ভরেছে
এসেছে দারুণ ফাগুন আগুন-ভরা ॥

লাল লাল পলাশের বনের ডাক শুনে কি
দিন দিন রজনী ছিলে কাল গুনে কি?
হায়রে তোর বকুল শিমুল পারুল মরেছে,
নীল নীল রঙ পারিজাতের পাপড়ি ঝরেছে,
এবার যে তোর সময় হল ঘরেতে ফেরার ॥

গুন গুন গুঞ্জনের নেশায় সব ভুলেছ,
দোল দোল দোলনায় দোদুল দোল দুলেছ।
এমনি দিন আর ক'দিন বাদ যাবে না,
টল মল মল ফুলের মধুর স্বাদ পাবে না,
সময় তখন হবে দু'চোখ ভরে যে কাঁদার ॥