গুনগুন গুনগুন ও মন ভ্রমরা
সে কার কথা বারবার
আমায় বলে যায়
ও সে কোন সুরভির সুরে
মাতাল হাওয়ায় ॥কার বারতা যে পেল এমন
বকুল শাখে পাখির ডাকে যেন তাহার নিমন্ত্রণ
এমন কাজ ভোলানো গানে হৃদয় মাতায় ॥গুনগুন গুনগুন মন ভ্রমরা ও
আমার প্রিয় যেথা সেথা যাও ॥বোলো তারে ঝোড়ো বাতাস এমন
বয়ে গেছে ভাঙা এখন আমার সাধের কানন
আমি আর যাব না ফিরে ঘরের মায়ায় ॥