বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৪১৭
ছোটদের গান

হাট্টিমা টিম হাটিম হাটিম
মাঠে মাঠে পেড়েছে ডিম,
ফুটে সে ডিম হল বাচ্ছা সেদিন,
তার নাম শিং ভাঙা গড়বড়ি সিং !

গড়বড়ি সিং যেখানেই যায়,
যাকে পায় তাকে ধরে
সুড়সুড়ি দেয়,
না যদি হাসে, ভীষণ কেঁদে
হঠাৎ ধুলোয় পড়ে গড়াগড়ি দেয়।
বলে শুনে যাও
আমার বাবার নাম !

গড়বড়ি সিং জেলার হাকিম,
থরহরি সব তার রাগের গুঁতোয় !
বাড়াবাড়ি কেউ করলেই ব্যাস
দড়াদড়ি বেঁধে তার পেটেতে গুঁতোয়।
বলে শীগগির
আমারও গজাবে শিং !


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ৩৮৮-৩৮৯