বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ২৬৭

হায় ফাগুন দিন !
কত রঙিন, সে আমার, কামনার, সাধনার দিন
কোথা গেল? ॥

আতস বাজির মতো স্বপন দেখাত শত,
ধূলিতে বানাত সে লাল নীল ফুল কত।
কত রঙিন... ॥

সবুজের মর্মর, ঝরনার ঝরোঝরো
থেমে গেছে খর তাপে এ জীবন জরোজরো
বরষা বাদল হয়ে সে কি এলো?
কত রঙিন... ॥

গানে গানে সুরে সুরে ভরানো সে দিনগুলি
যতনে সাজায়ে ডালি দিয়ে যায় অঞ্জলি।
ক্ষতি নেই বুকে রাখো পায়ে দলো ॥
কত রঙিন... ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ২৫৩-২৫৪