হায় ফাগুন দিন !
কত রঙিন, সে আমার, কামনার, সাধনার দিন
কোথা গেল? ॥আতস বাজির মতো স্বপন দেখাত শত,
ধূলিতে বানাত সে লাল নীল ফুল কত।
কত রঙিন... ॥সবুজের মর্মর, ঝরনার ঝরোঝরো
থেমে গেছে খর তাপে এ জীবন জরোজরো
বরষা বাদল হয়ে সে কি এলো?
কত রঙিন... ॥গানে গানে সুরে সুরে ভরানো সে দিনগুলি
যতনে সাজায়ে ডালি দিয়ে যায় অঞ্জলি।
ক্ষতি নেই বুকে রাখো পায়ে দলো ॥
কত রঙিন... ॥