বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ২৫৭

হায় হায় কী হেরিলাম, মন যে হারাইলাম
দিনমানে সকল আন্ধার
হইল আমার পরান রাখা ভার,
শ্রীদাম রে, সুদাম রে ভাহ আমার ॥

শ্রীদাম রে---
পিরিতির এমনই আগুন, জ্বলে সে জ্বালায় তার দ্বিগুণ,
কি শরৎ আর কী বা ফাগুন আগুন জ্বলে রে।
সকলই তেমনই ভাই তবু তো তেমনই নাই,
চেনা অচেনা বুঝা ভার ॥

শ্রীদাম রে---
হৃদয় পিঞ্জরে থাকি, তার দুটি নয়ন পাখি
কী গান গাহে ডাকি ডাকি আমায় বলোনা।
দিবসে বিরাম নাই, নিশীথে আরাম নাই
ঔষধ সে-ই শুধু জানে তার ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ২৪৬-২৪৭