চলচ্চিত্রের গান
হায় হায়, প্রাণ যায় !
প্রাণ যায় যায়, প্রাণ যায় !
চোখ তারই যেন কাটারি
“দিল” খুনে খুনে ভরে যায় !
(হে হে) যেন আগুন ফাগুন বসনে সেজেছে,
কী যে করি করি, ভেবে মরি মরি
রঙিন যৌবন বুঝি সে বৃথা যায় ॥(হে) “কিসমতকে" মিছেই সাধা
সে যে বড়োই গোলক ধাঁধাঁ,
কী যে করে না করে
কী হবে না হবে
নিজেও বুঝি বোঝে না তা।(হে হে) ইশারা সে করে নজরে নজরে,
হায় "দিল্" পড়ে শুধু শুধু ফাঁদে
সারাটা জীবন কাঁদে !
তবুও শেখে না পাগল এ মন হায় ॥(হে) “দিল” আছে যার তারই কাছে
দৌলত ধন সবই মিছে
হীরে মোতি কী সোনা, কী চুনী কী পান্না,
হয় সবই একই তারই কাছে।(হে হে) তবুও এ মন কখনো কখনো
পড়ে যায় সে যে লালসারই ফাঁসে,
দস্যুর বেশে সে আসে !
লুটে নেয়, যা কিছু আপন আছে গো হায় ॥