বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৩৬৭
চলচ্চিত্রের গান

হে...
হিমেলি হিমেলি রাতে
ঝিলিমিলি, ঝিলিমিলি, ঝিলিমিলি জোছনাতে
ও ভেদাভেদ ভুলে যাও
সবে মিলে মিশে গাও সাথে।

ধিন তাক ধিন ধিনতাক
(তাক) তাক ধিনাধিন ধিনতাক
বাজনা বাজে পৌষালির পরব এল,
ছন্দে তার ছন্দে
আনন্দে আনন্দে,
গন্ধ মাতাল বয় বাতাস এলোমেলো।
আয় না রে---ছুটে আয় না রে
রয় না রে---ঘরে রয় না রে হে ॥

সোনালি সোনালি পৌষালি ধান,
মা মাটি দুহাতে করেছে দান।
বরণ করে তারে তোলো গো ঘরে,
বরন পরে শত ক্ষুধার প্রহরে ।
(আ) আওনা গাও মিলনের গান ॥
হে ভেদাভেদ..... ॥

শালবনে বনে শীতের শিহরন,
কুয়াশা চাদরে দেয় আবরণ।
প্রাণে প্রাণে মিলনের এই তো সময়,
হয়ে থাকো সাক্ষী তুমি হিমালয়।
(আ) আর বাধা নেই কোনো নেইকো বারণ ॥
হে ভেদাভেদ ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ৩৪১