বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ২০৭

হেঁইও রে মার জোর, হে আল্লা হে রামা।

দে দোল দোল দোল
তোল পাল তোল
চল ভাসি সব কিছু তাইগ্যা,
মোর পানিতে ঘর
বন্দরে আসি তোর লাইগ্যা।

হায় কুমারী অবলা শুধু মুই নারী
আমি কী কব গো দংশায় সর্পের সারি।
তুমি দূরেতে যাও অজানা ঢেউয়েতে ভাসো,
আমি ঘরেতে রই জোয়ারে যদি গো আসো।

আনো রঙিন চূড়ি বেলোয়ারি
কামরাঙানো রঙের শাড়ি,
হব তোমার আমি ঘরনি, নদী হব আমি
আমাতে যাইও গো ভাইস্যা ॥

তুমি জলে থাকো, জলে থাকো
দ্বীপ যেন জলেতে তুমি,
কেন জানো না কী স্বপ্নের সুন্দর
তুমি যে আমার ভূমি।

কেন পিছু ডাকো, পিছু ডাকো
বারেবারে আমারে তুমি?
কান্দো কন্যা তুমি চক্ষের জলে কি
ভাসাবে সাধের জমি? ॥

হায় যাব না, যাব না, ফিরে আর ঘরে
পোড়া মন মানে না সংসার কারি-বা তরে?
দেহ কাটিয়া মুই বানাব নৌকা তোমারি
দুটি কাটিয়া হাত বানাব নৌকারি দাঁড়ি।
আর বসন কাটিয়া দেব, পাল তুফানে আমি ওড়াব
হব ময়ূরপঙ্খি তোমারি, তোরে বুকে নিয়ে
সুদূরে যাব গো ভাইস্যা ॥

আর কাইন্দো না কাইন্দো না তুমি সজনী,
হবে আরো আন্ধার আমার এ জীবন রজনী।
তুমি হাসো যদি আকাশে চাঁদিনি হাসে,
পথ চেয়ে থাকো (তাই) ভরসা বুকেতে আসে।
খরধারা এ জীবন নদী, পাল ছেঁড়ে, ভাঙে হাল যদি
শুধু প্রেমেরি পাল তুলিয়া, পারে চলে যাব
দু'জনে কুজনে হাইস্যা ॥