বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৩৫৭
চলচ্চিত্রের গান

হঠাৎ ভীষণ ভালো লাগছে !
মনে হয় উড়ে যাই
দূর দূর যেথা
সুনীল আকাশ মোরে ডাকছে ॥

অন্তরে ঝলকে, ঝলকে, পুলকে
কী যে আগুন---
কী যে ঋতু তা জানি না
ফুলেরা ফুটেছে কি না
আজ এ ফাগুন।
হোক বা না হোক
উৎসব ঝুলনের,
দোলা লাগে অঙ্গে
দোদুল দোলনের।
নিজেরই রঙে মন আজ রাঙছে ॥

সূর্যের তোরণে, তোরণে
চলো না দিই গো হানা---
জমা যত আঁখি জল
হোক না সে উজল
হাসনুহানা।
মুক্তির পাখা মেলে
যাই দু'জনা,
বন্ধনে বাঁধা পড়ে
যাই দু'জনা।
বাঁধন-সুধা মুক্তি মাঙছে ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ৩২৯