বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৬৪

হুঁশিয়ার শক্ত হাতে তোলো ভাই
মুক্তির এ লাল নিশান
মজদুর হাতিয়ার তোলো
কাস্তে শানাও হে কিষাণ ॥

শেষ যুদ্ধে হও তৈয়ার
যাক প্রাণ তবু চাই অধিকার
সব খুন যদি লাগে ভাই
আরো রাঙা হবে তাই
রক্তের এ লাল নিশান ॥

চুপচুপ ভাই সব ওই শোনো
হাতে হাত যত সব দুশমন
শয়তানি ফন্দির আয়োজন
জোতদার জমিদার মহাজন ॥

লক্ষ মাটির গর্জন
লক্ষ আশার তর্জন
ভেঙে ফ্যালো ছারখার করে দাও
একতাই মুশকিল আসান ॥

রক্ত নিশান বলে আজ ভাই
লাখো হাত একসাথে তোলা চাই
ভেঙে ফ্যালো গোলামি বন্ধন
বাজে ঐ মুক্তি বিষাণ ॥