যা যারে গানের পাখি, যারে
তোরে আর সুরের জালে বাঁধব না
মেলে দে ডানা, আর নেই মানা
তোরে আর সকাল সাঁঝে সাধব না ॥কাজ নেই মিছে আর বন্ধনে
ধরা বাঁধা রাগিণীর ত্রন্দনে
ঝরণা ধারার মতো গেও তুমি গান
বনে বনে, অকারণে যা খুশি মনে ॥শরতের শিউলি ঝরার মতো
কুয়াশার পদশব্দের মতো
সহানুভূতির মতো গাব আমি গান
ভাষাহীনা, সুরহীনা, যা আছে যত ॥