বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৩৫০
চলচ্চিত্রের গান

জাগো----
অলস শয়ন ছাড়ো
সংকোচ সংহারো
নবারুণ রঙে রাঙো
প্রভাত আলোর ডমরু যে বাজে।

জাগরে জাগরে জাগ্‌ জাগ্‌ নবমন্ত্রে
প্রভাত সূর্যের গম্ভীর মন্ত্রে
জাগরে জাগরে জাগরে---
জাগরে জাগরে জাগ্‌ জাগ্‌ ॥

জাগো মোহন প্রীতম জাগো,
রজনী পোহায় গেল
নয়ন কমল মেলো ॥

তিমির বিদার করি এসো হে জ্যোতির্ময়,
দূর করো মূঢ় গ্লানি, করো দূর সংশয়।
অমানিশা ভ্রান্তির করো সংক্রান্তি ॥

আকাশে বাতাসে শোনো মুক্তির বন্দন,
কিসেরি দ্বিধা আজি কিসেরি এ ক্রন্দন?
দুঃখ বিমোচন করো ভয় ভঞ্জন ॥

করুণা ধারায় এসো করুণার কান্তি
পিপাসিত চিত্তের তৃষ্ণার শান্তি।
তাপিত হৃদয়ের সন্তাপ ভঞ্জন ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ৩২১