বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৩৩৫
চলচ্চিত্রের গান

জানি না, বুঝি না
কী যে মানে জীবনের
কেন এই যাওয়া আসা,
কেন এই কাঁদা হাসা !
এত আশা অভিলাষা,
কেন এত ভালোবাসা !
যদি সবই দু'দিনের, সবই দু'দিনের ॥
কেন কে জানে?

তবু কেন স্বপ্নের পিছে ছোটে মন?
বালুর বেলায় আঁকা ছবির মতন এই তো জীবন।
স্মৃতির নদীর তীরে, কেন আসে ফিরে ফিরে?
যা গেছে চলে দূরে বিগত দিনে ॥
কেন কে জানে?

জীবন প্রদীপ জানি নিভু নিভু আজ,
আলো যা দেবার ছিল
বাকি রয়ে গেল, শেষ হল না তো কাজ।
তবুও উজাড় করে দিয়ে যাব শেষ করে,
যা কিছু এখনো আছে, এই শেষ গানে ॥
কেন কে জানে?


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ৩০৮-৩০৯