বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৩৬৬
চলচ্চিত্রের গান

জানি না জানি না এ কী যে হল
দুটি আঁখি কেন যে ছলোছলো?
পথ যদি চলি পা টলোমলো
প্রেম আগুনে দেহ যে জ্বলে গেল।
কেউ নিভাও, নিভাও, নিভাও এই আগুন
বড়ো দারুণ, দারুণ, দারুণ
এই ফাগুন ॥

দুরু দুরু দুরু কাঁপে যে বুক
কি জানি করেছি কী ভুল চুক?
না জেনে ফাঁদেতে পা দিয়েছি।
কেউ বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমাকে
আমি পড়েছি, পড়েছি বড়ো যে বিপদে ॥

অবলা নারী যে গো আমি ছিনু
কেন তারে মন যে দিয়ে দিনু?
মন নিয়ে হাওয়া সে হয়েছে।
যে ফিরায়ে, ফিরায়ে দেবে সে মন আমার
আমি তারেই, তারেই দেব যে মন আমার ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ৩৪০