বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ১৪৯

যাও তবে যাও
আর কখনো শুনবে না জানি মোর মানা।
শ্রান্ত পাখি আর কোনোদিন
মেলবে না জানি তার ডানা ॥

সেই যে ফাগুন এই তো সেদিন
ফুল ফোটানোর সেই খেলা,
কেই বা জানে হায় ফুরাবে
উৎসবেরি সেই বেলা।
এমনি চলে যুগ যুগান্তে
কারো তবু নেই জানা ॥

শ্রান্ত পাখি আর কোনোদিন...

অস্তরাগের এই রাগিণী
আর তো আমি সাধব না,
অশ্রুনদীর তীরে বসে
আর কখনো কাঁদব না।
ঐ পথেরই পথিক আমি
এই তো শুধু সান্ত্বনা ॥

শ্রান্ত পাখি আর কোনোদিন...