চলচ্চিত্রের গান
যায় দিন এমনি যদি যায় যাক না,
হিসাবের খাতার পাতা
অঙ্কবিহীন থাক পড়ে থাক না ॥
যায় দিন এমনি যদি যাক---কী যে এক পাগল হাওয়া
আমায় নিয়ে ভাসিয়ে বেড়ায়,
সঞ্চয় যা করি তা
ধুলার মাঝে ছড়িয়ে বেড়ায় ॥কে আপন কেবাই আমার পর ভুলে যাই,
খুলে যায় আপনা হতে
কুণ্ঠিত মোর সংকোচেরই ঢাকনা ॥এ জীবন সাগরে মোর চেতনা এক দ্বীপের মতো,
রেখে যায় দুঃখ সুখের
ঢেউয়ের ওঠা-পড়া কত ॥আমি এক তৃণের ক্ষুদ্র আলিঙ্গনে
হারিয়ে গেছি,
এ বিপুল বিশ্ব আমার
নিঃস্বতাতেই ছাড়িয়ে গেছি ॥নিশিদিন বর্ষ চলে যায় মনে হয়,
এ আমার অনন্ত প্রেম
মুহূর্তেরই মাঝেই ধরা থাক না ॥