বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ২০৪

যায় যায় দিন, বসে বসে দিন
জানি না এখন, রাত কী বা দিন।
কার কারণে? কী কারণে? তা জানি না (কি কারণে?)
সোনা কী মাটি কিংবা পিতল,
উষ্ণ গরম কিংবা শীতল,
শুধু জানি (কি?) জানি না ॥

ছন্দ কখন, ছন্দ পতন হয় তা জানি না (তাই বুঝি?)
মন্দ কখন, মন্দ যে ভালো হয় তা জানি না।
কেন এমন আর কেন অমন?
কেন যে বাঁচা কেন মরণ?

সময়ের নৃত্যের তালে দিয়ে তাল
কেটে গেল জীবনের কাল,
শুধু জানি (কি?) জানি না ॥