যেতে দাও নদী হয়ে বনজোছনায়
দূর অজানায়,
পড়ে থাক তরুশাখে বাঁধা ঝুলনা
কথা বোলো না;
শুধু চুপ নিশ্চুপ শান্ত সমাহিত
বোবা কান্নার মতো কিছু বেদনা,
ফুল হয়ে ঝরে যাক, তারে তুলে নিয়ে আর
মালা গেঁথো না ॥তোমাকে চেয়েছি কত কামনা ছিল গো যত
আজ বলাকার মতো দূর আকাশে
গেল সে ভেসে, আর তারে ডেকো না ॥
শুধু চুপ নিশ্চুপ... ॥সজল কাজল দিনে, মরমের কানে কানে
যে গানে ছিলে শুনে, আজ তা মনে নাই
হল অজানা, তারে ভুলো সজনা ॥
শুধু চুপ নিশ্চুপ... ॥আগুনের শিখা ছিল, প্রদীপও সাজানো ছিল
জ্বলারই আগেই, নিভে গেল সে আলো
আর লাগে না ভালো, মনে তারে রেখো না ॥
শুধু চুপ নিশ্চুপ... ॥