বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ১৯০

ঝিলিক ঝিলিক ঝিনুক খুঁজে পেলাম,
তোমায় তা দিলাম,
বললে তুমি “মুক্তো কোথায়?
মুক্তো আমার চাই"
তাই ছুঁড়ে ছুঁড়ে তারে ফেলে দিলাম ! ॥

আর একদিন এক পাহাড়ঘেরা গাঁয়ে,
নাম না জানা ফুলে ফুলে
গালিচা বিছায়ে,
তার কত না যে রঙের বাহার
কত না আকার ॥

রঙিন রঙিন মালা গেঁথে নিলাম,
তোমায় তা দিলাম,
বললে তুমি “গোলাপ কোথায়?
গোলাপ আমার চাই”
তাই ছুঁড়ে ছুঁড়ে তারে ফেলে দিলাম ! ॥

আজ তুমি নাই, মুক্তো গোলাপ নাই,
ঝিলিক ঝিলিক ঝিনুক রঙিন
রঙিন ফুল নাই।
আজ যত দূরে চাই যে দেখি
পড়ে আছে ছাই ॥

ভাবি বসে আবার যদি পেতাম,
হারানো সব দিন,
ছোটো হাসির ছোটো খুশির
ফেলে দেওয়া দিন,
আজ বুকে করে তারে তুলে নিতাম !
ঝিলিক ঝিলিক ঝিনুক খুঁজে পেলাম
রঙিন রঙিন মালা গেঁথে ছিলাম
ভাবি বসে আবার যদি পেতাম !