বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ১০৭

ঝিলিক ঝিলিক করে
ঝুমকো কানের পরে
ছম ছমা ছম বাজে
নূপুরে নূপুরে,
ও তার নাম জানি না
কার কুলের বৌ, কোথা তার ধাম জানি না,
কী যে সে করে ও তার কাম জানি না,
মন শুধু এই জানে যে তার চলনে দোলনে
ঢেউ ঢেউ লেগেছে রে আজ মনের পুকুরে ॥

কপালে টিপ কুমকুম তার নাকের নোলক সোনা,
স্বপনে স্বপনে ও তার নিতুই আনাগোনা ।
ভাসায় গাগরি হায় মরি মরি,
কন কন কন বাজে কাঁকন
যখন সে জল ভরে ॥

করেছে গুন গুন গুন গুন সে কোন্‌ জাদুকরি?
নিলরে মন মন মন য্যান জাহাজ সদাগরী।
ফিরে যদি চায়, সাধ্যি কার বাঁচায়!
বুক টন টন যখন তখন
সকাল দুপুর ভোরে ॥