ঝিলমিল ঝিলমিল
ওপারের মঞ্জিল,
সোনালি মেঘের দেশ
প্রিয় মোর হোথা যে থাকে।
ছায়াঘেরা সন্ধ্যা
ফোটে নিশিগন্ধা,
মাধবী মালতী বন
সুরভিতে আমারে ডাকে ॥ঝির ঝির ঝির বাতাসে
তনুমন ঘিরে ঘিরে শিহর আসে,
রুপালি জোছনায় ঘুম ঘুম
ঘুমের পরী নেমে আসে,
প্রজাপতি পাখনা মেলে ঘাসে ঘাসে ॥আয় আয় আয় কে যাবি
আমার এই স্বপন রাঙানো নায়ে
দুখেরি অথৈ সাগরে, পাড়ি দিয়ে
চলেছি প্রিয়েরি গাঁয়ে,
ভুলে যাব সয়েছি বেদন পায়ে পায়ে ॥