বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ২৭০

ঝিম চিকি চাক !
ঝিম চিকি চাক হে ঝিম চিকি চাক্‌ !
ডেকেনে ডেকেনে যে আছে যেখানে
বেজেছে শোনরে ঢাক নাক ধিনি তাক্‌ !
নাক ধিনি তাক !
আজ তুমি দূরে দূরে থেকো না দ্বন্দ্ব দ্বিধা
যাক মুছে যাক, যাক মুছে যাক
এসো এই শিউলির গালিচায় বসে বসে
আগামীর গল্পকে শুরু করা যাক।
আসেনি কারা? ॥

অন্ধকারায় বন্ধ যারা
সন্দ দ্বিধায় অন্ধ যারা।
ভালোবেসে ডেকে নাও শরতের আঙিনায়
বিষাদ বিভেদের সুদুরে মিলাক,
সুদুরে মিলাক, সুদুরে মিলাক ॥

একাকীর বিজনের স্বার্থের চিন্তা
পিছনে পড়ে সে থাক
পিছে পড়ে থাক।
নাক ধিনি তাক নাক ধিনি তাক !
মিলে মিশে আজ করি
এসো না মুখোমুখি বিঘ্ন বিপাক,
বিঘ্ন বিপাক, বিঘ্ন বিপাক।
ধরণীর ঘরে ঘরে কচি কচি শিশুদের
মুখে মুখে নির্মল হাসি ভরে যাক।
আসেনি কারা?
অন্ধকারায় বন্ধ যারা... ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ২৫৬-২৫৭