বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৩৩৩
চলচ্চিত্রের গান

ঝিম ধরানো
হিম ভরানো,
স্বপ্ন জড়ানো
এই দিন, এই দিন, এই দিন।
নাম ধরে হায়
আয় ডাকে আয়,
সে কোন্‌ অজানায়
এই দিন, এই দিন, এই দিন ॥

কী জানি কিসেরই তৃষায়
হারায়ে যাবার এ নেশায়,
চাওয়া পাওয়া সীমারই ওপারে
অবশেষে পেয়েছি যে দিশা।
তখন জানিনি নতুন রাগিনী,
সে যে বাজে শুধু তোমার বীণা ॥

ধোঁয়ালী আকাশে আঁকা
চেতনা কুহেলি ঢাকা,
খুঁজে পেতে অচেনা অজানায়
বারেবারে মেলেছে সে পাখা।
অরুণ বরণ সোনালি কিরণ,
তোমারই চরণধ্বনি শুনি ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ৩০৭