বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ২১৯

ঝির ঝির ঝির ঝির ঝরে
দুরন্ত উচ্ছল ঝরনা
এই মন তারই আয়নায় দেখে আজ
হল সে সবুজ বরনা ॥
আহারে আরে আরে--- ॥

কনক চাঁপার ফুলে আজ গন্ধ ঢেলেছে
প্রজাপতি পাখা আনন্দে মেলেছে,
এই ঘুর ঘুর ঘুর ঘুর ঘূর্ণি, ইছামতী চূর্ণি
ঢেউ তুলে উতলা হয়ে কোথায় চলেছে
আর কেন বলোনা? ॥

কোথায় আমার স্বজন ওগো বন্ধু তুমি কই,
এত খুশির প্লাবন বলো কেমন করে সই?
এই দুরু দুরু দুরু দুরু বক্ষে
ধারা ধারা ধারা ধারা চক্ষে
ঢল নেমেছে আনন্দের এই বেদনে থৈ থৈ
তুমি কোথায় বলোনা? ॥